Menu
Menu

সেনাদের যুদ্ধের প্রস্তুতি নিতে বললেন শি

Share on facebook
Share on google
Share on twitter

আন্তর্জাতিক ডেস্ক।।

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং দেশটির সেনাবাহিনীকে সার্বভৌমত্ব রক্ষায় যুদ্ধের জন্য প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন। মঙ্গলবার (২৬ মে) আইন-শৃঙ্খলাবাহিনীর একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকের সময় চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এই নির্দেশ দেন। যদিও শি জিনপিং সেই সময় কোন দেশের নাম উল্লেখ করেনি।

ভারতের লাদাখ সীমান্তে প্রতিনিয়ত বাড়ছে উত্তেজনা। পূর্ব লাদাখে সীমান্তরেখার বেশ কিছু অঞ্চলে ভারত ও চীনের সেনা সদস্যরা মুখোমুখি অবস্থান নিয়েছে। আবার দক্ষিণ চীন সাগরে মার্কিন নৌবাহিনীর সঙ্গে বিরোধ রয়েছে চীনের। পাশপাশি করোনা মহামারি শুরুর পর থেকেই বাক যুদ্ধে লিপ্ত রয়েছে যুক্তরাষ্ট্র ও চীন। এমন পরিস্থিতির মধ্যেই শি জিনপিং সেনাদের এই নির্দেশনা দিলেন।

চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা শিনহুয়ার প্রতিবেদনে বলা হয়, সেনাবাহিনীকে বাজে পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে বলেছেন প্রেসিডেন্ট শি জিনপিং। পাশাপাশি যুদ্ধের জন্য আরো দক্ষতা বাড়ানোর নির্দেশ দিয়েছেন তিনি।

সর্বশেষ