সঞ্জয় ব্যানার্জী, দশমিনা।।
ঘূর্নিঝড় আম্ফানে ক্ষতিগ্রস্থ পটুয়াখালীর দশমিনা উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়ানের মধ্য বাঁশবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দুস্থ ও অসহায় ৪০টি পরিবারের মাঝে বাংলাদেশ সেনাবাহিনীর মেজর স্মৃতি দত্ত এর নেতৃত্বে ৪২ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি এবং ৭ পদাতিক ডিভিশনের সার্বিক তত্ত্ববধানে ত্রান বিতরন, মেডিক্যাল ক্যাম্পেইন, বীজ বিতরন ও পানি বিশুদ্ধ করন ট্যাবলেট বিতরন করা হয়েছে। রোববার (২৪ মে) সকাল সোয়া ১০টায়।
এ সময় উপস্থিত ছিলেন বাঁশবাড়িয়া ইউপি চেয়ারম্যান আলতাব হোসেন আকন, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ ফারুক হোসেন ও এলাকার গর্নমান্য ব্যাক্তিবর্গ প্রমূখ।
বাঁশবাড়িয়ার প্রায় শতাধিক অসাহায় রোগীর মাঝে বিনা মূল্যে ঔষধ বিতরন করা হয়। ত্রান সহায়তা গ্রহনকারী একাধিক ব্যাক্তি এ প্রতিনিধিকে বলেন, এ সময় খাদ্য সামগ্রী দিয়ে সহায়তা করার জন্য আমরা সেনাবাহিনীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা যাপন করি।
সেনাবাহিনীর মেজর স্মৃতি দত্ত বলেন, ঘূনিঝড় আম্পানে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে কিছু খাদ্য সামগ্রী, মেডিক্যাল ক্যাম্পেইন সবজির, বীজ ও পানি বিশুদ্ধ করন ট্যাবলেট বিতরন করা হয়েছে।