আন্তর্জাতিক ডেস্ক।।
করোনাভাইরাসে জর্জরিত স্পেন ৯০দিন পর খানিকটা স্বস্তি পেল। ৩ মার্চের পর এই প্রথম দেশটিতে করোনায় মৃতের সংখ্যা শূন্যেয় নেমে এলো।
স্থানীয় সময় সোমবার (০১ জুন) দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এমটাই জানিয়েছে। খবর আল জাজিরা
করোনা সংক্রমণে স্পেনে প্রথম মৃত্যু ঘটে গত ৩ মার্চ। এর দুইদিন পর হয় দ্বিতীয় মৃত্যু। এরপর বাড়তে থাকে আক্রান্তের সংখ্যা ও মৃত্যুর মিছিল। ২ এপ্রিল দেশটিতে একদিনে সর্বোচ্চ ৯৫০ জনের মৃত্যু হয়! এ ভাইরাসে দেশটিতে সর্বমোট মারা গেছে ২৭ হাজার ১২৭ জন। আক্রান্ত হয়েছে ২ লাখ ৮৬ হাজার ৭১৮ জন।
দেশটির জরুরি স্বাস্থ্যসেবার প্রধান ফার্নান্দো সিমন বলেছেন, এটা খুবই আশাব্যঞ্জক খবর আমাদের জন্য। পরিসংখ্যান বলছে আমরা সঠিক পথেই আছি। আমরা অল্পদিনের মধ্যেই মহামরি কাটিয়ে উঠতে পারবো।
তবে স্পেনের মৃতের সংখ্যা গণনার নতুন পদ্ধতি নিয়ে বিশ্বজুড়ে সমালোচনা রয়েছে। তাতে ২৬ মে মৃতের সংখ্যা দুই হাজার কমে আসে।