আন্তর্জাতিক ডেস্ক।।
এমন ঘটনা বিশ্বজুড়ে খুবই কম ঘটে। সম্প্রতি রাশিয়ায় সৎ ছেলেকে বিয়ে করতে স্বামীকে তালাক দেয়ার ঘটনা ঘটেছে। ঘটনাটিকে ঘিরে বেশ শোরগোল হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমেও।
রাশিয়ান নারী মারিনা ব্লামাশেভা, বয়স ৩৫ বছর। ক্রাসোন্দার ক্রাই নামক এলাকায় থাকেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমের কারণে তিনি ওই এলাকায় বেশ জনপ্রিয়। জানা যায়, তিনি তার চেয়ে ১৫ বছরের ছোট ভ্লাদিমিরের সৎ মা।
মারিনাকে প্রায় ১০ বছর আগে বিয়ে করেন ভ্লাদিমিরের বাবা। কিন্তু দাম্পত্য জীবনে তারা ছিলেন বেশ অসুখী। কিন্তু একটা সময়ে মারিনা বুঝতে পারেন তিনি আসলে ভালোবেসেছেন সৎ ছেলে ভ্লাদিমিরকে। তারপর বাবার অজান্তেই শুরু হয়ে যায় সৎ মা এবং ছেলের প্রেম।
ধীরে ধীরে ভ্লাদিমির-মারিয়া একে অপরের সঙ্গে শারীরিক-মানসিক সম্পর্কে জড়িয়ে যান। হুট করেই মারিয়া সিদ্ধান্ত নেন ভ্লাদিমিরের বাবাকে ডিভোর্স দেবেন। এরপর গত সপ্তাহেই সৎ ছেলেকে বিয়ে করেন মারিনা। রেজিস্ট্রি অফিসে বিয়ে করার পর রীতিমতো বিয়ের পোশাকে সেজে রিসেপশনেরও আয়োজন করেছেন তারা।
অবাক করা বিষয় হলো সৎ ছেলের সঙ্গে মারিনার এই বিয়ে তার আগের স্বামীও মেনে নিয়েছেন।