রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০২৪
Menu
Menu

স্বামী-স্ত্রীর লড়াই!

Facebook
Twitter

বিনোদন ডেস্ক।।

ঢাকাই ফিল্ম ইন্ডাস্ট্রির সফল তারকা দম্পত্তি তারা। ভালোবেসে ঘর বেঁধে সুখের সংসারও করছেন তারা। তারা আর কেউ না ঢাকাইয়া সিনেমার সফল অভিনেতা এবং অভিনেত্রী ওমর সানী ও মৌসুমী।

একটা সময় ওমর সানীর নামের উপরে সিনেমা চলতো। তার সঙ্গে যে নায়িকাই থাকুক না কেন সানীর জন্যই দর্শকপূর্ণ থাকতো হল। নব্বইয়ের দর্শকের এই সুপারস্টারের সঙ্গে জুটি বেঁধে নায়িকা মৌসুমীও বেশ কিছু হিট চলচ্চিত্র উপহার দিয়েছেন। সংবাদ শিরোনাম দেখে মনে হতে পারে জীবনের এই শেষ বসন্তে এসে তাদের মধ্যে আবার এমন কী হলো?

পাঠক, সম্প্রতি দুই তারকাই টিকটকে নিজেদের আইডি খুলেছেন। আর আইডি খুলতেই বাজিমাত দু’জনের। প্রিয় তারকাকে এই প্ল্যাটফর্মে খুঁজে পেতে খুব একটা বেগ পেতে হয়নি তাদের ভক্তদের।

ফলোয়ারের দিক থেকে অল্প সময়েই এগিয়ে গেছেন চিত্রনায়িকা মৌসুমী। টিকটকে ২ লাখের বেশি মানুষ ফলো করছেন তাকে। অন্যদিকে নায়ক ওমর সানীর ফলোয়ারের সংখ্যা ১ লাখ ৬০ হাজারের বেশি। তবে ভিউয়ের বিচারে মৌসুমীর চেয়ে এগিয়ে আছেন ঢাকাই সিনেমার এক সময়ের নাম্বার ওয়ান হিরো ওই ওমর সানীই।

দুজনেই তাদের আইডি থেকে ভিডিও ভক্তদের জন্য শেয়ার করছেন। ভক্তরাও তা বেশ উপভোগ করছেন।

ঠিক তেমনি একের পর এক ভিডিও দিয়ে ফিল্ম ইন্ডাস্ট্রির সফল দুই তারকা ভক্তদের মাতিয়ে রেখেছেন। টিকটকে প্ল্যাটফর্মে দুই তারকার ভক্তরা কাকে বেশি এগিয়ে রাখেন সেই লড়াইটা বেশ ভালোই জমে উঠেছে।

জনপ্রিয়