স্পোর্টস ডেস্ক।।
নীরবে শাস্তি পেয়েই গেছেন। শাস্তিটা এরপর হতে পারে সরাসরি এবং অনেক বড় হয়ে দেখা গেল শনিবারের ম্যাচে জায়গাই পেলেন না নেলসন সেমেদো। এমন হতেই পারে জরিমানাও গুনতে হলো!
গত সোমবার এক বন্ধুর জন্মদিনের পার্টিতে গিয়েছিলেন বার্সেলোনার রাইটব্যাক নেলসন সেমোদো। সেখানে গিয়ে স্পেন সরকার ও লা লিগা নির্দেশিত স্বাস্থ্যবিধি যতভাবে পারা যায় লঙ্ঘন করেছেন। বার্সেলোনার একটি রেস্তোরাঁয় সেমেদোকে দেখা যায় হাতে গ্লাভস নেই, মুখে মাস্ক নেই। শারীরিক দূরত্ব বজায় রাখার ধার ধারেননি। গা ঘেঁষাঘেষি করে হুল্লোড় করেছেন। যেখানে ছয়জনের বেশি জড়ো হওয়ার ওপর নিষেধাজ্ঞা, সেখানে ওই পার্টিতে ছিলেন ২০ জনেরও। সরকারি নির্দেশে এখন করোনাভাইরাস প্রতিরোধে দ্বিতীয় ধাপের সতর্কতা মেনে চলছে স্পেন। সেমেদো বন্ধুদের সঙ্গে মিলে এসব সতর্কতার থোড়াই কেয়ার করেছেন। মঙ্গল ও বুধবার তাই বার্সেলোনার অনুশীলনে রাখা হয়নি ২৬ বছর বয়সী পর্তুগিজ ফুটবলারকে। বার্সেলোনা অফিসিয়াল টুইটার হ্যান্ডলে জানিয়ে দিয়েছে, ‘লা লিগার স্বাস্থ্যবিধি অনুযায়ী সেমেদো অনুশীলন করেননি।’
বৃহস্পতিবার (১১ জুন) পুরো দলের করোনা পরীক্ষা হয়েছে, তাতে উৎরাতে পারলে হয়তো অনুশীলনে যোগ দেওয়ার সুযোগ পেয়েছেন। তবে রিয়াল মায়োর্কার সঙ্গে শনিবারের ম্যাচ সেমেদোর খেলা হচ্ছে কি না নিশ্চিত নয়। কোচ কিকে সেতিয়েন তাকে ম্যাচটা খেলতে ব্যালিয়ারিক দ্বীপে নিয়ে যাচ্ছেন কি না সেটিরই ঠিক নেই। স্প্যানিশ ক্রীড়া দৈনিক মার্কা ইঙ্গিত দিয়েছে প্রথম একাদশে হয়তো সার্জি রবার্তোকেই দেখা যাবে রাইট-ব্যাক হিসেবে খেলতে। শৃঙ্খলাভঙ্গের জন্য জরিমানা যে সেমেদোর হচ্ছে, এটি নিশ্চিত। যদিও বার্সেলোনা তা প্রকাশ করেনি।
করেনাভাইরাসের কারণে তিন মাস স্থগিত থাকা লা লিগা শুরু হয়েছে বৃহস্পতিবার থেকে। দর্শকশূন্যভাবে শুরু লা লিগার এই পর্বে ১৩ জুন রিয়াল মায়োর্কার মাঠে ম্যাচ শীর্ষে থাকা বার্সেলোনার। ছোটদল, কিন্তু এ মৌসুমে অ্যাওয়ে ম্যাচে মেসিদের ভালো কাটেনি বলেই চ্যালেঞ্জটা ছোট নয়।