আগৈলঝাড়া প্রতিনিধি।।
করোনা প্রতিরোধে ও সংক্রমণে সরকারী নির্দেশনা পুরোটাই অমান্য করে বরিশালের আগৈলঝাড়া উপজেলার ৫টি ইউনিয়নের বিভিন্ন হাট বাজারে প্রতিদিনই বসছে বাজার। ওই সকল বাজারে সকালে শত শত লোকজনের সমাগম ঘটছে।
স্থানীয় কয়েকজন জানান, প্রতিদিন সকাল থেকে সকাল ১২টা পর্যন্ত করোনা ঝুকিতে থাকা উপজেলার বিভিন্ন স্থান থেকে লোকজন আসছে বাজার করার জন্য। এছাড়াও অনেক সময় উপজেলার বাহিরের লোকজনও উপজেলা সদর বাজার থেকে নিত্যপণ্য ক্রয় করছেন। উপজেলার বাশাইল, বাহাদুপুর, বাগধা, পয়সারহাট, সাহেবের হাট রয়েছে উল্লেখযোগ্য।
সরেজমিনে দেখা গেছে, হাট-বাজারে আগত ক্রেতা ও বিক্রেতাদের মধ্যে থাকেনা কোন সামাজিক দুরত্ব, মুখে থাকেনা কোন মাস্ক। সরকারি স্বাস্থ্যবিধির কোন নির্দেশনার বালাই নেই ওইসব হাট-বাজারে। প্রতিদিন সকালে ও বিকেলে শতশত লোকজনের সমাগম হলেও বাজারে ক্রেতা ও বিক্রেতারা কেউ স্বাস্থ্যবিধি কিংবা সামাজিক দূরত্বের বিষয়টি মানছেন না। এব্যাপারে প্রশাসনের কোন তদারকি নেই বললেই চলে।
বাজারের ব্যবসায়ীরা বলেন, স্থানীয় প্রশাসনের উদাসীনতার কারণে বিভিন্ন সংক্রমিত এলাকা থেকে আগত ক্রেতা ও বিক্রেতারা স্বাস্থ্যবিধি না মানার ফলে এসব হাট-বাজারে মাধ্যমেই করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার আশংকা দেখা দিয়েছে। এ ব্যাপারে স্থানীয় প্রশাসনকে জোরালো ভূমিকা পালন করতে হবে বলেও মনে করছেন সচেতন মহল।