বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪
Menu
Menu

স্বাস্থ্যবিধি না মেনে দোকান খোলা রাখলে ব্যবস্থা: সিএমপি কমিশনার

Facebook
Twitter

অনলাইন ডেস্ক।।
চট্টগ্রামে শতভাগ স্বাস্থ্যবিধি নিশ্চিত না করে দোকান, মার্কেট, শপিংমল খোলা রাখলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়েছেন সিএমপি কমিশনার মোহাম্মদ মাহাবুবর রহমান।

শনিবার (০৯ মে) দুপুরে নগরীর দামপাড়া পুলিশ লাইনসে নগরীর বিভিন্ন ব্যবসায়ী সমিতির নেতাদের সঙ্গে মতবিনিময়ে তিনি এ হুঁশিয়ারি দেন।

সিএমপি কমিশনার বলেন, যারা দোকান খোলা রাখার পরিকল্পনা করছেন তাদের অবশ্যই করোনাভাইরাসের সংক্রমণ রোধে শতভাগ স্বাস্থ্যবিধি বজায় রাখতে হবে। এ নির্দেশনা অমান্য করলে তাৎক্ষণিক ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দেয়া হবে। একইসঙ্গে যথাযথ আইনি ব্যবস্থা নেয়া হবে।

তিনি আরো বলেন, সিএমপি করোনা সংক্রমণের ঝুঁকি নিয়ে শেষ পর্যন্ত নগরবাসীর স্বার্থে কাজ করে যাবে। যারা দোকান, মার্কেট, শপিংমল খোলা রাখবেন তাদের অবশ্যই স্বাস্থ্য অধিদফতরের কারিগরি নির্দেশনা মেনে চলতে হবে।

সভায় নগরীর রিয়াজউদ্দিন বাজার, নিউমার্কেট, তামাকুণ্ডি লেন ও জহুর মার্কেটের দোকান মালিক ও ব্যবসায়ী সমিতিসহ অধিকাংশ ব্যবসায়ী সমিতি করোনাভাইরাস প্রতিরোধের লক্ষ্যে ঈদে দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন।

এ সময় সিএমপি’র এডিশনাল এসপি (প্রশাসন ও অর্থ) আমেনা বেগম, এডিশনাল এসপি (ট্রাফিক) এস. এম. মোস্তাক আহমেদ খান, এডিশনাল এসপি (ক্রাইম অ্যান্ড অপারেশন) শ্যামল কুমার নাথ, চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক অহিদ সিরাজ চৌধুরী স্বপন, চিটাগাং উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নেতাকর্মী, নগরীর বিভিন্ন দোকান মালিক ও ব্যবসায়ী সমিতির নেতাকর্মী উপস্থিত ছিলেন।

জনপ্রিয়