বুধবার, ৯ অক্টোবর, ২০২৪
Menu
Menu

স্মার্ট লকডাউন পদ্ধতির অগ্রদূত পাকিস্তান: ইমরান খান

Facebook
Twitter

আন্তর্জাতিক ডেস্ক।।

করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে পাকিস্তানে স্মার্ট লকডাউন প্রয়োগ করা হয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান। এছাড়া পাকিস্তানকে স্মার্ট লকডাউন পদ্ধতির অগ্রদূত বলেও আখ্যায়িত করেছেন প্রধানমন্ত্রী ইমরান খান। একটি টুইট বার্তায় ইমরান খান এসব বলেন।

টুইট বার্তায় ইমরান খান বলেন, আমরা এই পদ্ধতির অগ্রদূতদের মধ্যে অন্যতম একটি দেশ। পুরো লকডাউন না করে যে স্থানটি করোনার হটস্পট হিসেবে চিহ্নিত হচ্ছে সেই স্থানেই লকডাউন করা হচ্ছে।

দেশের অর্থনীতির ধস ঠেকানোর জন্য করোনা প্রকোপ থাকলেও লকডাউন তুলে নেয়ার ঘোষণা দেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। করোনা মহামারি পরিস্থিতি এই ভাইরাস নিয়েই বেঁচে থাকতে জনগণের প্রতি আহবানও জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।

এদিকে লকডাউন তুলে নেয়ার পর পাকিস্তানে প্রতিনিয়ত বাড়ছে আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় পাকিস্তানে রেকর্ড ৫ হাজার ৮০ জন করোনায় আক্রান্ত হয়েছেন।

ওয়ার্ল্ডওমিটারের দেয়া তথ্য অনুযায়ী, পাকিস্তানে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৯৩ হাজার ৯৮৩ জন। মারা গেছেন ১ হাজার ৯৩৫ জন।

জনপ্রিয়