রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৪
Menu
Menu

সড়কে ফেলে গেল ছেলে, সারারাত বৃষ্টিতে ভিজলেন মা

Facebook
Twitter

অনলাইন ডেস্ক।।
তিন ছেলে-মেয়ের মা ৭০ বছর বয়সী আমেনা বেগম। দুই মেয়ের বিয়ে দিয়েছেন আগেই। স্বামীর মৃত্যুর পর থাকতেন একমাত্র ছেলে সুজনের কাছে।

সেই মাকে বোঝা মনে হলো সুজনের। তাই গভীর রাতে আমেনা বেগমকে সড়কে ফেলে রেখে পালিয়ে গেল ছেলে। সারারাত সড়কের পাশে বসেই বৃষ্টিতে ভিজেছেন বৃদ্ধা আমেনা বেগম।

মঙ্গলবার (২৬ মে) রাতে ঢাকার কেরানীগঞ্জের আগানগরে এ ঘটনা ঘটে। আমেনা বেগম শরীয়তপুরের সুরেশ্বর উপজেলার বাসিন্দা।

বুধবার (২৭ মে) সকালে সড়কের পাশে ওই বৃদ্ধারে ভেজা কাপড়ে দেখতে পেয়ে পুলিশকে জানায় স্থানীয়রা। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়ে দেন কেরানীগঞ্জ সার্কেলের এডিশনাল এসপি রামানন্দ সরকার।

আমেনা বেগম জানান, রাতে তাকে ওই স্থানে নিয়ে এসে সুজন বলে ‘মা তুমি এখানে বসো, আমি একটু পরে এসে নিয়ে যাবো।’ এরপর আর আসেনি সুজন।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মীর মোবারক হোসেন জানান, ওই বৃদ্ধাকে ভর্তি করে রাখে হয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে কিছু পরীক্ষা-নিরীক্ষার পরে তার শারীরিক অবস্থা জানা যাবে।

কেরানীগঞ্জ সার্কেলের এডিশনাল এসপি রামানন্দ সরকার জানান, ৭০ বছর বয়সী একজন মাকে এভাবে কোনো সন্তান সড়কে ফেলে রেখে যেতে পারে- ভাবতেই কষ্ট হচ্ছে। ওই বৃদ্ধার ছেলেকে খুঁজে বের করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

জনপ্রিয়