মঙ্গলবার, ১ অক্টোবর, ২০২৪
Menu
Menu

হজযাত্রা বাতিল করলো ইন্দোনেশিয়া

Facebook
Twitter

আন্তর্জাতিক ডেস্ক।।

বিশ্বের সর্ববৃহৎ মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ ইন্দোনেশিয়া এই বছরের হজযাত্রা বাতিল ঘোষণা করেছে। মঙ্গলবার (০২ জুন) দেশটির ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, করোনাভাইরাস মহামারি নিয়ে উদ্বেগের কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দেশটির সংবাদমাধ্যম জাকার্তা পোস্ট এ খবর জানিয়েছে। উল্লেখ্য, সৌদি আরব কর্তৃপক্ষ ইতোমধ্যে পরবর্তী নোটিশ দেওয়ার আগ পর্যন্ত হজ ও ওমরাহ পালন বন্ধ রেখেছে।

ইন্দোনেশিয়া থেকে প্রতি বছর কয়েক লাখ মুসলিম সৌদি আরবে হজ করতে যায়। তবে দেশটির একজন নাগরিক সারা জীবনে হয়তো একবারই হজ করতে যাওয়ার সুযোগ পান। কোটা পদ্ধতির কারণে সেখানে গড়ে প্রত্যেক নাগরিককে ২০ বছর অপেক্ষা করতে হয়।

মঙ্গলবার ইন্দোনেশিয়ার ধর্মমন্ত্রী ফখরুল রাজি জানিয়েছেন, করোনাভাইরাস নিয়ে উদ্বেগ ও ভ্রমণ নিষেধাজ্ঞার কারণে এই বছর হজযাত্রা বাতিল করা হয়েছে। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৩০ জুলাই অর্থাৎ ৯ জিলহজ হজ হবে এবার।

এই বছর ইন্দোনেশিয়ার হজযাত্রীদের জন্য কোটা বরাদ্দ করা হয় দুই লাখ ২১ হাজার জনের। ইতোমধ্যে এর ৯০ শতাংশই নিবন্ধন সম্পন্ন করে ফেলেছেন।

ছয় বছর অপেক্ষার পর এবার হজে যাওয়ার সুযোগ পেয়েছিলেন টেলিযোগাযোগ কোম্পানির কর্মকর্তা দেওয়ি। নিবন্ধনও করে ফেলেছিলেন তিনি। তবে হজযাত্রা বাতিল হয়ে যাওয়ার খবরে স্বস্তি পাওয়ার কথা বলেন তিনি। বলেন, এই সিদ্ধান্ত নেওয়া হলে আমি মেনে নেবো। সর্বোপরি আমি বিশ্বাস করি, যা কিছু ঘটে তা আল্লাহর ইচ্ছাতেই হয়।

জনপ্রিয়