আন্তর্জাতিক ডেস্ক।।
ভারতের রাজধানী দিল্লির নারী কমিশন প্রধান স্বাতী মালিওয়াল জানিয়েছেন, টুইটারে তাকে অব্যাহতভাবে হত্যার হুমকি দেওয়া হচ্ছে। সম্প্রচারমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, হুমকি পাওয়ার পর তিনি পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন।
সম্প্রতি জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইনস্টাগ্রামের একটি গ্রুপ ‘বয়েজ লকার রুম’র বিরুদ্ধে সরব হয়েছিলেন স্বাতী। সেই গ্রুপের সদস্যরা দিল্লির বিভিন্ন স্কুলের একাদশ-দ্বাদশ শ্রেণির ছাত্র। তাঁদের প্রত্যেকের বয়স ১৭-১৮ মধ্যেই। সংঘবদ্ধ ধর্ষণ থেকে শুরু করে নানা ধরনের যৌন অবদমনমূলক চিন্তাধারা তাদের আলাপের বিষয়বস্তু। এছাড়া কারাগারে থাকা জামিয়া মিলিয়ার শিক্ষার্থী সাফুরা জারগারের অনাগত সন্তানকে নিয়ে নানান ধারার অপবাদমূলক কথা বার্তার বিরুদ্ধেও তিনি সোচ্চার হয়েছিলেন।
পুলিশের সাইবার ক্রাইম সেলে দায়ের করা অভিযোগে স্বাতী মালিওয়াল বলেছেন, টুইটারে তাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। ‘বিভিন্ন বার্তায় একজন ব্যক্তি হত্যার ভয়াবহ হুমকিসহ বিভিন্ন ধরনের হয়রানি করেছে। এই ধরনের ব্যক্তির দ্রুত গ্রেফতার হওয়া উচিত’ অভিযোগে বলেছেন স্বাতী।