শনিবার, ০২ ডিসেম্বর ২০২৩, ১৭ অগ্রহায়ণ, ১৪৩০
গোলাম কিবরিয়া, বরগুনা।।
বরগুনায় হরতাল সমর্থনে ছাত্রদল ও যুবদল সড়ক অবরোধ করে মিছিল ও পিকেটিং করেছে। সোমবার দুপুরে তারা একটি মিছিল বের করে যুব উন্নয়ন প্রশিক্ষন কেন্দ্র থেকে টেকনিক্যাল কলেজ পর্যন্ত বিক্ষোভ করে পিকেটিং করেন। এর আগে তারা বরগুনা-নিশানবাড়িয়া সড়কে গাছ ফেলে হরতাল পালন করেন। বরগুনা সদর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রাকিবুল ইসলাম রাকিব ও সদর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক সাজ্জাদুল ইসলাম শিমুলের নেতৃত্বে এ সড়ক অবরোধ ও হরতাল পালন করেন।
বরগুনা সদর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রাকিবুল ইসলাম রাকিব বলেন, আমরা বরগুনা ছাত্রদল, যুবদল ও সেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা এক দফা দাবীতে হরতাল সমর্থনে একটি মিছিল ও পিকেটিং পালন করেছি। আমরা সরকারের আজ্ঞাবহ নির্বাচন কমিশনের পদত্যাগের দাবি করছি। বরগুনা ছাত্রদল ও যুবদল এর প্রতিবাদে মশাল মিছিল ও আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ পালন করেছি। কেন্দ্র ঘোষিত যে সকল কর্মসূচী দিবেন আমরা তা পালন করবো ইনশাআল্লাহ।