Menu
Menu

হাঁসের মাথায় শিং!

Share on facebook
Share on google
Share on twitter

অনলাইন ডেস্ক।।
গরু, মহিষ, ছাগল ও হরিণসহ অনেক পশুর মাথায় শিং আছে। কিন্তু গৃহপালিত প্রাণী হাঁসের মাথায় কি কেউ কখনো শিং গজাতে দেখেছে। শুনতে অবাক লাগলেও এমটাই ঘটেছে রংপুরের পীরগাছা উপজেলায়। সেখানে একটি হাঁসের বাচ্চার মাথায় শিং গজিয়েছে।

উপজেলার কল্যাণী ইউপির বড়দরগা এলাকার আনিসুর রহমানের বাড়িতে অবাক করার এই ঘটনাটি ঘটেছে। এই খবর ছড়িয়ে পড়লে হাসের বাচ্চাটি এক নজর দেখতে অনেক দূর থেকেই উৎসুক জনতা আসছেন ওই বাড়িতে।

স্থানীয়রা জানান, হাঁসের মাথায় থাকা শক্ত অংশটি ধরে শিং মনে হয়েছে। শক্ত অংশটি অন্যান্য প্রাণীর শিং’র সঙ্গে একদম মিল রয়েছে। বেড়ে যাওয়া শক্ত অংশটি বাঁকানোও সম্ভব হচ্ছে না।

এ বিষয়ে ওই হাঁসের বাচ্চাটির মালিক আনিসুর রহমান জানান, প্রায় এক মাস আট দিন আগে বাড়িতে ১৪টি হাঁসের বাচ্চা হয়। বাচ্চাগুলো ভালোভাবেই বেড়ে উঠছিল। গত বৃহস্পতিবার একটি হাঁসের বাচ্চার মাথায় সমস্যা দেখতে পান তিনি। বাচ্চাটির মাথায় শক্ত কিছু একটা উঠতে দেখেন। এতে বড়দরগা বাজারের সবাইকে হাঁসের বাচ্চাটি দেখান তিনি।

তিনি আরো জানান, হাঁসের বাচ্চাটি এখনো সম্পূর্ণ সুস্থ আছে। বাচ্চাটি দেখতে অনেক দূর থেকেও লোকজন আসছে। তাই ওই বাচ্চাটিকে আলাদা একটি পাত্রে রাখা হয়েছে।

উপজেলা প্রাণিসম্পদ বিভাগের ভেটেরিনারি সার্জন ফরহাদ নোমান শিমুল জানান, এটা জীনগত সমস্যা (কনজেনিটাল এনোমালিস)। শরীরে জীনগত সমস্যার কারণে শিং উঠতে পারে।

সর্বশেষ