শুক্রবার, ৬ সেপ্টেম্বর, ২০২৪
Menu
Menu

হাফতার বাহিনীর ওপর লিবিয়ার সেনাদের গোলাবর্ষণ

Facebook
Twitter

আন্তর্জাতিক ডেস্ক।।

লিবিয়ার বিদ্রোহী নেতা জেনারেল খলিফা হাফতারের বাহিনীর ওপর গোলাবর্ষণ করেছে দেশটির সরকারি সেনারা। রাজধানী ত্রিপোলি বিমানবন্দরের দক্ষিণাংশের আশপাশে অবস্থানরত বাহিনীর ওপর ব্যাপক গোলাবর্ষণ করে।

জানা গেছে, লিবিয়ার সেনারা ‘ভলকানো অফ রেইজ’অপারেশন নামে অভিযান চালায়। এ অভিযানে হাফতার বাহিনীর তিনটি সাঁজোয়া যান ধ্বংস হয়েছে।

এক খবরে বলা হয়েছে, লিবিয়ার সেনাদের অভিযানে ৫ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরো ১২ জন। লিবিয়ার সরকারি সেনাদের ছোড়া কয়েকটি গোলা ত্রিপোলির একটি পার্কে আঘাত হানলে এসব মানুষ হতাহত হয়।

এর আগে মে মাসের প্রথম দিকে হাফতার বাহিনীর গেরিলাদেরকে রাজধানী ত্রিপোলির আশপাশ থেকে সরিয়ে দিলেও তারা নতুন করে অবস্থান শক্ত করেছে। ফলে রাজধানীর বেসামরিক নাগরিকরা আবারো এক রকমের বিপদের মুখে পড়েছে। যেকোনো সময় দুইপক্ষের মধ্যে বড় রকমের সংঘর্ষ হতে পারে বলে ধারণা করা হচ্ছে। সূত্র-আনাদলূ এজেন্সি।

জনপ্রিয়