রবিবার, ৬ অক্টোবর, ২০২৪
Menu
Menu

হাসপাতালে ভর্তি মনমোহন সিং

Facebook
Twitter

আন্তর্জাতিক ডেস্ক।।

বুকে ব্যথা অনুভব করায় ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। রোববার (১০ মে) রাতে দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্স (এইমস) হাসপাতালের কার্ডিও-থোরাসিক ওয়ার্ডে তাকে ভর্তি করা হয়।

ভারতীয় টেলিভিশন এনডিটিভির অনলাইন প্রতিবেদনে জানানো হয়েছে, রোববার রাত পৌনে ৯টার দিকে হাসপাতালে ভর্তি করার পর কংগ্রেসের বর্ষীয়ান এই নেতা চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন। তবে তাকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেয়ার প্রয়োজন হয়নি।

ভারতের দুই বারের প্রধানমন্ত্রী ৮৭ বছর বয়সী মনমোহন সিং দীর্ঘদিন ধরেই হৃদরোগে ভুগছেন। এর আগে ২০০৯ সালে দিল্লির এই হাসপাতালেই তার বাইপাস হার্ট সার্জারি করা হয়।

জনপ্রিয়