হিজলা প্রতিনিধি।।
বরিশাল জেলার হিজলা উপজেলা মেমানিয়া ইউনিয়ন, ইন্দুরিয়া গ্রামের শাহিনুর বেগম পিতা আ. খালেক খান স্বামী মৃত লোকমান ফকির।
জানা গেছে, ২সন্তানের জননী শাহিনুর বেগমের স্বামী দিনমজুর লোকমান বিগত ৬ বছর আগে দুটি সন্তান রেখে মারা যায়, স্বামীর মৃত্যুর পর দারিদ্রতা ঘ্রাস করে শাহিনুরকে, অসহায় হয়ে সসন্তানদের নিয়ে ঢাকায় চলে যায় শাহিনুর, সেখানে তিনি গৃহকর্মীর কাজ করে অনেক কষ্টে ৬ বছরে ৪০০০০ হাজার টাকা জমা করে আপন বড় ভাই সাহআলম খান পিতা মৃত আঃ খালেক খান গ্রাম ইন্দুরিয়া এর কাছে আয় উন্নতির জন্য রাখে।
জমা করার এক বছরের মধ্যে কোন আয় উন্নতি না হলে টাকা ফিরত চাওয়ায় ক্ষিপ্ত হয়ে বড় ভাই তার মেয়েকে দিয়ে ডেকে নিয়ে বউ বাচ্চাদের সাথে বেধম মারধর করে এবং পুকুরের মধ্যে চুবিয়ে মারার চেষ্টা করলে লোকজন ছারিয়ে দেয়।
এ ঘটনায় পরদিন বেলা ১০ টার সময় হিজলা গৌরব্দী ইউঃ মাটিয়ালা পুলিশ ফারিতে শাহিনুর বেগম বাদি হয়ে একটি অভিযোগ দাখিল করেন। অসহায় শাহিনুর রুপালী বার্তাকে বলেন, মহামারী করোনা ভাইরাস এর কারনে কোথায়ও যেতে পারছি না। ছোট দুটি সন্তান নিয়ে অসহায় অবস্থায় আছি। কিন্তু আপন বড় ভাই হয়েও আমার মানুষের কাছ থেকে চেয়ে আনা টাকা মেরে দেয়ার চেষ্টা করতেছে।