হিজলা প্রতিনিধি।।
বরিশালের হিজলায় মেঘনা নদীতে বুধবার (০৬ মে) সকালে আকস্মিক ঝড়ের কবলে পড়ে একটি যাত্রীবাহি ট্রলার ডুবে যাওয়ার ঘটনা ঘটেছে। এতে দুইজন মারা গেছেন। নদী থেকে লাশ দুটি উদ্ধার করেছে পুলিশ। উপজেলার মেমানিয়া ইউনিয়নের গোবিন্দপুর এলাকায় এ ঘটনা ঘটে।
হিজলা থানার ওসি অসীম কুমার সিকদার প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানান, গোবিন্দপুর থেকে শাওড়াগামী একটি যাত্রীবাহী ট্রলার ১৪ জন যাত্রী নিয়ে মেঘনা নদী পার হচ্ছিলো। বুধবার সকাল সাড়ে ৮টার দিকে আকস্মিক ঝড়ের কবলে পড়ে ট্রলারটি ডুবে যায়। এসময় চালক ও ১১ জন যাত্রী সাতরে তীরে উঠতে সক্ষম হলেও দুইজন যাত্রী নিখোঁজ হয়।
ওসি আরো জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় জেলেদের সহায়তায় নদীতে তল্লাশী চালিয়ে সকাল দশটার দিকে আব্দুর রব বেপারীর (৬০) লাশ উদ্ধার করে। তিনি গোবিন্দপুর গ্রামের মৃত হযরত আলী বেপারীর ছেলে। পরে বেলা সাড়ে ১১টার দিকে একই গ্রামের সালাম ভূঁইয়ার ছেলে নবম শ্রেণির ছাত্র রাজিব ভূঁইয়ার লাশ উদ্ধার করা হয়।