বিনোদন ডেস্ক।।
বিখ্যাত কবি হেলাল হাফিজের কবিতা নিয়ে হাজির হয়েছেন চিত্রনায়ক অনন্ত জলিল। এ নায়কের নতুন চলচ্চিত্রে ব্যবহার করা হয়েছে ‘তোমাকে শুধু তোমাকে চাই পাবো’।
মূলত এটি থেকে তৈরি হয়েছে গান। আর বাংলা ও ইরানি ভাষায় একসঙ্গে এটি গেয়েছেন সংগীতশিল্পী বেলাল খান ও ইরানি গায়ক মো. রেজা হেদায়াতি।
গানটির প্রথম অংশ গত ২৮ এপ্রিল অনন্ত জলিলের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়। এরপর আজ এসেছে এর দ্বিতীয় সংস্করণ। এতে অনন্তর সঙ্গে দেখা গেছে চিত্রনায়িকা বর্ষাকে।
গানটি ও সিনেমার পাণ্ডুলিপি বাংলা থেকে ফরাসি ভাষায় অনুবাদ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের সহকারী অধ্যাপক মুমিত আল রশিদ।
তিনি জানান, এটি মূলত প্রথম বাংলা-ফারসি মিক্সড গান। নয়নাভিরাম দৃশ্য তো বটেই এতে ইরানের ঐতিহ্যবাহী যন্ত্রানুষঙ্গও ব্যবহার করা হয়েছে।
জানা যায়, গত বছরের জুনে ইরানের মরুভূমি, শিরাজ ও ইসফাহান নগরীর ঐতিহাসিক স্থানে গানটির দৃশ্যধারণ হয়। পূর্ণাঙ্গ ভিডিওতে আরও দেখা যাবে, পারসে পোলিস, কবি শেখ সাদী, হাফিজ সিরাজী ও সাইরাস দ্য গ্রেটের সমাধি, চেহেল সোতুন, নাকশে জাহান, সি ও সি পোল, সল্ট লেকসহ দারুণ সব স্থান।
ছবিটি পরিচালনা করছেন ইরানি পরিচালক মুর্তজা অতাশ জমজম। এটি ইরানের সঙ্গে যৌথ প্রযোজনায় নির্মাণ করেছেন অনন্ত জলিল।