আন্তর্জাতিক ডেস্ক।।
মহামারি করোনা যেমন লাখ লাখ মানুষের প্রাণ কেড়ে নিয়েছে তেমনি অনেক মানুষ এই ভাইরাসকে পরাজিত করেছেন। তাদের মধ্যে শতবর্ষী কিংবা অশীতিপর অনেকেও রয়েছেন। এইতো সম্প্রতি শতবর্ষী এক বৃদ্ধা করোনা মুক্ত হয়ে নার্সিংহোমের বেডে শুয়েই সশব্দে চুমুক দিলেন বিয়ারের বোতলে।
সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো ছাড়াও অন্যান্য সংবাদমাধ্যমে সেই বৃদ্ধার করোনাকে হারানোর পর উদযাপনের দৃশ্য প্রচার হয়েছে। তবে এর আগে শতবর্ষী কারও করোনার জয়ের পর এমন উদযাপন দেখা যায়নি। তাইতো নেটিজেনরা মেতেছে বৃদ্ধাকে নিয়ে।
যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের বাসিন্দা ১০৩ বছর বয়সী ওই নারীর নাম জেনি স্টেনা। করোনার উপসর্গ দেখা দিলে স্থানীয় একটি নার্সিং হোমে ভর্তি করা হয় তাকে। চিকিৎসকরা যখন জানান তিনি করোনা পজিটিভ। তারপর সেখানেই তার চিকিৎসা শুরু হয়।
করোনার সঙ্গে লড়ে তিন সপ্তাহে সুস্থ হয়ে ওঠেন জেনি। ওই নার্সিংহোমে আরও ৩৩ কোভিড-১৯ রোগী ভর্তি ছিলেন। তাদের চিকিৎসা এখনো চলছে। জেনিই প্রথম, যিনি করোনায় আক্রান্ত হওয়ার পর এই নার্সিংহোম থেকে সুস্থ হয়ে ওঠা প্রথম রোগী। সেটাও আবার ১০৩ বছর বয়সে।
তবে মাঝে জেনির অবস্থার অবনতি হতে শুরু করে। তখন শেষবার জেনির সঙ্গে দেখা করার জন্য তার পরিবারের সদস্যদের নার্সিংহোমে ডেকে পাঠানো হয়। কিন্তু সবাইকে অবাক করে সুস্থ হয়ে ওঠেন জেনি। গত ১৩ মে নার্সিংহোমের তরফে ঘোষণা করা হয় জেনি করোনামুক্ত।
সেই আনন্দ উদযাপন করেন নার্সিংহোমের কর্মীরা। কী খেতে চান জানতে চাইলে তিনি নার্সিংহোম কর্মীদের তার প্রিয় বিয়ার আনতে বলেন। এক বোতল ঠান্ডা বিয়ার এনে দিলে বেডে সশব্দে সেই বোতল খুলে চুমুক দেন তিনি। ক্যামেরাবন্দি সেই মুহূর্ত পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।