রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৪
Menu
Menu

১০ ভারতীয় সেনাকে মুক্তি দিলো চীন

Facebook
Twitter

আন্তর্জাতিক ডেস্ক।।
লাদাখ সীমান্তে প্রাণঘাতী সংঘর্ষের পর চীনে আটক ১০ ভারতীয় সেনা সদস্যকে মুক্তি দেয়া হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দুর বরাত দিয়ে এমনটি জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

সেনা সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যম দ্য হিন্দু জানায়, মুক্তিপ্রাপ্ত সেনা সদস্যদের মধ্যে একজন লেফট্যানেন্ট কর্ণেল এবং তিনজন মেজর রয়েছেন। যদিও ভারতের সরকারের পক্ষ থেকে এই বিষয়ে কোনো কিছু বলা হয়নি।

গত সোমবার লাদাখের গালওয়ান উপত্যকায় চীনের সেনাদের সঙ্গে প্রাণঘাতী সংঘর্ষে ভারতের ২০ সেনা নিহত হয়েছেন। আর এই ঘটনার পর ভারত-চীন সীমান্তে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে। তবে ওই সংঘর্ষের পর চীনের পক্ষ থেকে কোনো ক্ষয়-ক্ষতির কথা জানানো হয়নি। এদিকে ভারতের পক্ষ থেকে দেয়া সর্বশেষ তথ্যে জানা গেছে যে, লাদাখ সীমান্তে সংঘর্ষের ঘটনায় তাদের ৭৬ সেনা সদস্য আহত হয়েছেন।

জনপ্রিয়