অন্তর্জাতিক ডেস্ক।।
মহামারি করোনার সংক্রমণকে হারিয়ে সুস্থ হয়েছেন ১১৩ বছরের বৃদ্ধা মারিয়া ব্রানয়াস। সারাবিশ্বে এখন পর্যন্ত মারিয়াই সবচেয়ে বয়স্ক মানুষ যিনি করোনাকে হারিয়ে যুদ্ধে জয়ী হয়েছেন।
বিশ্বের যে দুই শতাধিক দেশে করোনা তার বিস্তার ঘটিয়েছে তাতে সবচেয়ে বিপর্যস্ত দেশগুলোর একটি স্পেন। দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হওয়া ২ লাখ ৭০ হাজার মানুষের মধ্যে প্রায় ২৭ হাজার মানুষ মারা গেলেও শতবর্ষী মারিয়া ব্রানিয়াস করোনা থেকে সুস্থতা লাভ করেছেন।
মাদ্রিদের স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হচ্ছে, স্পেনের উত্তর-পূর্বাঞ্চলীয় প্রদেশ জিরোনার বাসিন্দা মারিয়া ব্রানিয়াস। ১১৩ বছরের এই বৃদ্ধা করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হওয়ার পর এক মাস চিকিৎসা নিয়ে অবশেষে প্রাণঘাতী ভাইরাসকে জয় করে বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছেন তিনি।
গত এপ্রিলে জানা যায়, তিন সন্তানের মা মারিয়া ব্রানিয়াস করোনা পজিটিভি। আক্রান্ত হিসেবে শনাক্ত হওয়ার পর তিনি যে ‘ওল্ড এজ নার্সিং হোমে’ (বৃদ্ধাশ্রম) থাকতেন সেখানেই আইসোলেশনে ছিলেন এতদিন। অবশেষে সোমবার তাকে করোনা মুক্ত ঘোষণা করা হয়।