বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৪
Menu
Menu

১৯৩ পাকিস্তানিকে দেশে ফেরার অনুমতি দিলো ভারত

Facebook
Twitter

আন্তর্জাতিক ডেস্ক।।
করোনা ভাইরাসের কারনে ভারত এখন লকডাউন। ফলে দেশের বিভিন্ন প্রান্তে আটকে রয়েছেন বিদেশি নাগরিকরা। এর আগে ধাপে ধাপে তাদের দেশে ফেরানোর ব্যবস্থা করেছে ভারত সরকার। এবার পাকিস্তানের ১৯৩ জন নাগরিককে দেশে ফিরে যাওয়া অনুমতি দিলো দেশটি। এর জন্য মে মাসের পাঁচ তারিখের মধ্যে তাদের পাঞ্জাবের আটারি সীমান্তে পৌঁছনোর নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি তারা যাতে ঠিক সময়ের মধ্যে সেখানে পৌঁছতে পারেন তার জন্য রাজ্য সরকারগুলোকে সাহায্য করার আবেদনও করা হয়েছে।

ভারতের পররাষ্ট্র দফতর ইতিমধ্যেই ১০টি রাজ্যের পুলিশ প্রধানদের পাকিস্তানের ওই নাগরিকদের সব রকমের সাহায্য করার কথা বলেছে। সেই সঙ্গে দেশে ফিরতে ইচ্ছুক ১৯৩ জন পাকিস্তানিকে মঙ্গলবার অর্থাৎ ৫ মে-এর মধ্যে আটারি-ওয়াধা সীমান্তে পৌঁছনোর কথা বলা হয়েছে। যাতে ইমিগ্রেশনের সমস্ত প্রক্রিয়া মিটিয়ে তারা ভারতের সীমান্ত পেরিয়ে যেতে পারেন।

পাকিস্তানের হাই কমিশনের পক্ষ থেকে ভারতে আটকে থাকা তাদের দেশের নাগরিকদের ফিরে যাওয়ার বিষয়ে সাহায্য করার আবেদন জানানো হয়। তারপরই এই বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেয় দিল্লি। এর আগে এপ্রিল মাসে বেশ কয়েকজন পাকিস্তানিকে দেশ ফিরতে সাহায্য করা হয়েছিল দিল্লির তরফে। সেসময় উত্তরপ্রদেশ, পাঞ্জাব, হরিয়ানা ও দিল্লিতে আটকে থাকা নাগরিকরা এই সুযোগ পেয়েছিলেন। এবার ১০টি রাজ্য মহারাষ্ট্র, পশ্চিমবঙ্গ, মধ্যপ্রদেশ, গুজরাট, রাজস্থান, ছত্তিশগড়, উত্তরপ্রদেশ, হরিয়ানা, পাঞ্জাব ও দিল্লির ২৫টি জেলায় আটকে থাকা ১৯৩ পাকিস্তানিকে ফেরার অনুমতি দেওয়া হয়েছে।

জনপ্রিয়