আন্তর্জাতিক ডেস্ক।।
করোনাভাইরাসের কারণে বিপর্যস্ত ভারত। এ ভাইরাসের বিরুদ্ধে লড়াইতে সাহায্য করতে পুরো এক বছর ৩০ শতাংশ বেতন কম নেবেন দেশটির প্রেসিডেন্ট রামনাথ কোবিন্দ। এছাড়া বছরজুড়ে ভ্রমণ ও আনুষ্ঠানিক ভোজসভা সম্পর্কিত খরচও কম করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
ভারতীয় প্রেসিডেন্ট ভবনের জারি করা এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিবৃতিতে বলা হয়, রামনাথ কোবিন্দ নিজেই এই নির্দেশনা দিয়েছেন। এর আগে গত মার্চ মাসে এক মাসের বেতন পিএম কেয়ার্স তহবিলে দিয়েছিলেন তিনি। ভারতকে আত্মনির্ভরশীল করতে ও এই মহামারি চ্যালেঞ্জের বিরুদ্ধে লড়তে এই পদক্ষেপ খুব ছোট হলেও এর গুরুত্ব অনেক বেশি বলেও উল্লেখ করা হয় বিবৃতিতে।
জ্বালানি ও অন্যান্য খরচ কমানোর পাশাপাশি আন্তঃদেশীয় সফর কমানোর ওপরও জোর দিয়েছেন রামনাথ কোবিন্দ। প্রযুক্তির মাধ্যমেই মানুষের কাছে পৌঁছানোর কথা বলেছেন তিনি। সেসময়ে অনলাইন বৈঠকের ওপরও জোর দিয়েছেন তিনি। সূত্র-এনডিটিভি।