সোমবার, ০২ অক্টোবর ২০২৩, ১৭ আশ্বিন, ১৪৩০
আন্তর্জাতিক ডেস্ক।।
২০১৯ সালের আগস্টে ভারত শাসিত জম্মু কাশ্মিরের অভূতপূর্ব পরিস্থিতির চিত্র বিশ্বের সামনে তুলে ধরে সাংবাদিকতার নোবেল খ্যাত পুলিৎজার জিতেছেন মার্কিন বার্তা সংস্থা অ্যাসোসিয়েট প্রেসের (এপি) তিন সাংবাদিক ।
জম্মু কাশ্মিরের বিশেষ মর্যাদা বাতিলের পর টানা কারফিউ, ইন্টারনেট আর মোবাইল বন্ধের মতো শ্বাসরুদ্ধকর পরিস্থিতি তুলে ধরে ফিচার ফটোগ্রাফি শাখায় পুরস্কার জিতেছেন ফটো সাংবাদিক দার ইয়াসিন, মুখতার খান এবং চেন্নাই আনন্দ। সোমবার করোনা ভাইরাসের কারণে ইউটিউবে সরাসরি সম্প্রচারে এই পুরস্কার ঘোষণা করা হয়।
সাধারণত প্রতিবছর নিউ ইয়র্কের কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে পুলিৎজার ঘোষণা করা হয়। তবে এবার করোনাভাইরাস মহামারির কারণে ওই আয়োজন বাতিল করে পুলিৎজার বোর্ড প্রশাসক ডানা কেনেডি’র লিভিং রুম থেকে ঘোষণা করা হয় এই পুরস্কার।
একটি বিবৃতিতে পুলিৎজারের ওয়েবসাইটে বলা হয়, অস্থির জীবনের আকর্ষণীয় ছবি তুলে ধরার জন্য কাশ্মিরের ওই তিন ফটো সাংবাদিক পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন। -আল জাজিরা।