রবিবার, ৬ অক্টোবর, ২০২৪
Menu
Menu

৯ বছ‌রের সংসার ভাঙ‌লো অপূর্ব-না‌জিয়ার

Facebook
Twitter

বিনোদন ডেস্ক।।

‘বড় ছেলে’ নাটক খ্যাত অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বের সংসার ভেঙে গেলো। তার স্ত্রী নাজিয়া হাসান অদিতির সঙ্গে বনিবনা না হওয়ায় বিয়ের ৯ বছরের মাথায় তারা দাম্পত্যজীবনের ইতি টানেন।

রোববার (১৭ মে) বিকেলে সংসার ভাঙার খবরটি নিশ্চিত করেছেন অপূর্বর স্ত্রী নাজিয়া হাসান অদিতি নিজেই।

তবে ডিভোর্স ব্যপারে বিস্তারিত কিছুই জানাননি নাজিয়া। তিনি বলেন- অপূর্বর সঙ্গে ডিভোর্স হয়েছে, আর এটাই সত্য। মানুষের এটা জানা দরকার তাই জানালাম। এর বেশি কিছুই বলতে চাইনা। ব্যক্তিগত বিষয় ব্যক্তিগতই থাকুক।

অপূর্ব-অদিতির দাম্পত্যজীবনে আয়াশ নামে এক পুত্র সন্তান রয়েছে। সন্তান কার কাছে থাকবে এ বিষয়েও কিছুই জানাননি নাজিয়া।

এদিকে নাজিয়া হাসান অদিতি তার নিজস্ব ফেসবুকেও বিষয়টি জানান দিয়েছেন। রিলেশনশিপ স্ট্যাটাসেও দেখা গেছে তিনি ‘ডিভোর্সড’ উল্লেখ করেছেন। এমনকি একটি স্ট্যাটাসে সবার উদ্দেশে তিনি লিখেন, আমাকে ‘ভাবী’ ডাকা বন্ধ করুন সবাই!

এর আগে ২০১০ সালের ১৯ আগস্ট অভিনেত্রী সাদিয়া জাহান প্রভাকে বিয়ে করেছিলেন অপূর্ব। যদিও এর পরের বছরের ফেব্রুয়ারিতেই ডিভোর্স হয়ে যায় তাদের। ওই বছরের ১৪ জুলাই অপূর্ব পারিবারিকভাবে নাজিয়া হাসান অদিতিকে বিয়ে করেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন। Click Here

Rupali Barta

৬২/৫৬ রাবেয়া মঞ্জিল, ব্রাউন কম্পাউন্ড, বরিশাল। মোবাইল: +8801318242276 | ইমেইল: [email protected]

জনপ্রিয়