বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার কাজিরহাট থানার বিদ্যানন্দপুর ইউনিয়নের ছোট চরখাজুরিয়া জসিম ফকির বাড়ি সংলগ্ন রাস্তায় উন্নয়নের ছোঁয়া লাগেনি একযুগেও। ধীরে ধীরে রাস্তাটি বিলিন হয়ে যাচ্ছে। শত শত মানুষের চরম দুর্ভোগ হলেও নজরে পড়েনি স্থানীয় এমপি, ইউনিয়নের চেয়ারম্যান ও মেম্বারের। দুর্ভোগ লাগবে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন বিভাগের সুদৃষ্টি কামনা করেছেন ছোট চরখাজুরিয়াবাসী। ছবি: মো. সাইফউদ্দিন মিলন, লেখক: জাকিরুল আহসান।