শনিবার, ৫ জুলাই, ২০২৫
Menu
Menu

আফ্রিকায় বাংলাদেশি যুবককে গুলি করে হত্যা

Facebook
Twitter

মো. ইব্রাহিম, নোয়াখালী।।
দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে জাহাঙ্গীর আলম নামের বাংলাদেশি এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। ওই সময় তার ছোট ভাই মনির হোসেন গুলিবিদ্ধ হন। নিউর‌্যান্ডস এলাকায় বুধবার (২৭ জানুয়ারি) বাংলাদেশ সময় রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে।

জাহাঙ্গীর ও মনির নোয়াখালীর কবিরহাট পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের সওদাগর বাড়ির দুলু মিয়ার ছেলে। তারা দুই ভাই নিউর‌্যান্ডসে ব্যবসা করতেন।

মনির মুঠোফোনে বলেন, ‘সন্ত্রাসীরা ডাকাতির উদ্দেশ্যে তাদের দোকানে হামলা চালায়। জাহাঙ্গীর দোকান থেকে বের হতে চাইলে সন্ত্রাসীরা তাকে উপর্যুপরি গুলি করে। তিনি দোকানের সামনেই মারা যান।

‘ওই সময় সন্ত্রাসীরা আমাকেও গুলি করে। আমার শরীরের এক পাশে গুলি লাগে। আমি হাসপাতালে চিকিৎসা নিচ্ছি।

জনপ্রিয়