অনলাইন ডেস্ক।।
কোনো ব্যক্তি করোনা আক্রান্ত হওয়া বা এই কারণে মারা যাওয়া পাপ বা অপরাধ নয় বলে মন্তব্য করেছেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান নাছিমা বেগম।
বৃহস্পতিবার (০৭ মে) করোনা পরিস্থিতি নিয়ে এক ভিডিও বার্তায় তিনি এ কথা বলেন। এ সময় নাছিমা বেগম বলেন, যে কেউ যেকোনো সময় অনাকাঙ্ক্ষিত এ ভাইরাসে আক্রান্ত হতে পারেন। আক্রান্ত ব্যক্তি বা মৃত ব্যক্তির প্রতি সবার সম্মানজনক আচরণ একান্তভাবে কাম্য।
প্রাণঘাতী এই ভাইরাসে বিশ্বব্যাপী বিপর্যয় নেমে এসেছে। আমাদের প্রাণপ্রিয় বাংলাদেশও সংক্রমণের বাহিরে নয় জানিয়ে তিনি বলেন, করোনায় আক্রান্ত বা মারা যাওয়া ব্যক্তির প্রতি কেউ যেন তাচ্ছিল্যপূর্ণ আচরণ না করেন। সম্প্রতি গণমাধ্যমে প্রকাশিত সংবাদের কথা তুলে ধরে জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান বলেন, মৃত ব্যক্তির দাফন বা সৎকারে নিজের পরিবার ও আত্মীয় স্বজন অনেকে অনিহা প্রকাশ করছেন, যা খুবই দুঃখজনক।
কয়েকটি অনাকাঙ্খিত ঘটনা তুলে ধরে তিনি বলেন, কেউ কেউ নিজের বৃদ্ধ বাবা-মাকে করোনা রোগে আক্রান্ত হওয়ার কারণে জঙ্গলে ফেলে দিয়ে আসছেন বা বাড়ি থেকে বের করে দিচ্ছেন, যা অত্যন্ত অমানবিক।
জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান আরো বলেন, সুস্থতার জন্য আক্রান্ত রোগীর মনোবল চাঙ্গা রাখা যেমন জরুরি, তেমনি স্বাস্থ্যবিধি মেনে চলাও জরুরি। এ সময় স্বজনের পাশে থাকাও জরুরি বলে জানান তিনি।
ভিডিও বার্তায় নাছিমা বেগম বলেন, এই দুর্যোগে জাতীয় মানবাধিকার কমিশন তার সীমিত সামর্থের মধ্যে এগিয়ে এসেছে। কমিশন পরিচালিত ইউএনডিপি হিউম্যান রাইটস প্রবলেমের সহায়তায় প্রতিবন্ধী ও হিজড়া অনুগ্রসর জনগোষ্ঠীর ৯ হাজার ৯৭০ টি পরিবারের মধ্যে প্রায় এক কোটি টাকার সামগ্রী বিতরণ করা হয়েছে।
করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে আমাদের আরো বেশি সচেতন থাকার কথা জানিয়ে তিনি বলেন, জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হওয়া যাবে না। স্বাস্থ্যবিধি এবং সামাজিক দূরত্ব মেনে চলতে হবে।