মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫
Menu
Menu

কাশ্মীরে ভারতীয় সেনাবাহিনীর কর্নেল, মেজরসহ নিহত ৫

Facebook
Twitter

আন্তর্জাতিক ডেস্ক।।
ভারতের জম্মু-কাশ্মীরে গোলাগুলিতে সেনাবাহিনীর একজন কর্নেল ও মেজরসহ নিরাপত্তা বাহিনীর পাঁচ সদস্য নিহত হয়েছেন। শনিবার কুপওয়ারা জেলায় এ ঘটনা ঘটে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, এক পুলিশ কর্মকর্তা ও সেনাবাহিনীর দুই সৈনিকও নিহত হয়েছেন।

সরকারি বিবৃতিতে বলা হয়, কুপওয়ারা জেলার হ্যান্ডওয়ারা এলাকার চাঙ্গিমুল্লায় একটি বাড়িতে বেসামরিক বন্দিদের জিম্মি করে রেখেছে ‘সন্ত্রাসীরা’। এমন খবর পেয়ে সেখানে সন্ত্রাসবিরোধী অভিযানে যায় ভারতীয় সশস্ত্র বাহিনী ও জম্মু-কাশ্মীরের পুলিশের একটি দল।

বিবৃতিতে আরও বলা হয়, এসময় সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা বেসামরিক লোকদের বের করে আনতে সক্ষম হয়। অভিযানের সময় সন্ত্রাসীরা ব্যাপক গুলিবর্ষণ শুরু করলে এ হতাহতের ঘটনা ঘটে। এতে দুই ‘সন্ত্রাসী’ও নিহত হয়।

ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেন, ‘হ্যান্ডওয়ারায় আমাদের সৈন্য ও নিরাপত্তা সদস্য মারা যাওয়ার ঘটনা অত্যন্ত উদ্বেগজনক ও বেদনাদায়ক।

জনপ্রিয়