বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৪
Menu
Menu

গলাচিপায় বিষপানে বৃদ্ধের আত্মহত্যা

Facebook
Twitter

গলাচিপা প্রতিনিধি।।
গলাচিপায় বিষপানে মজিবর হাওলাদার(৮০) নামের এক বৃদ্ধ আত্মহত্যা করেছেন। ঘটনাটি ঘটেছে উপজেলার গোলখালী গ্রামে শুক্রবার (১২ জুন) দুপুরে।

পুলিশ সূত্রে জানা গেছে, মজিবর হাওলাদার আত্মহত্যা করার জন্য শুক্রবার দুপুরে বাজার থেকে বিষের ট্যাবলেট কিনে আনেন। ওই ট্যাবলেট খেয়ে অসুস্থ হয়ে পড়লে পরিবারের লোকজন তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মনিরুল ইসমাম জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

জনপ্রিয়