সোমবার, ৯ সেপ্টেম্বর, ২০২৪
Menu
Menu

বরগুনায় নারী চিকিৎসক কারোনা আক্রান্ত

Facebook
Twitter

গোলাম কিবরিয়া, বরগুনা।।
বরগুনা জেনারেল হাসপাতালের এক নারী চিকিৎসক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। শনিবার সকালে আইইডিসিআর থেকে জানানো হয় এক নারী চিকিৎসকের করোনা পজিটিভ এ নিয়ে জেলায় এখন মোট আক্রান্তের সংখ্যা ৪২ জন। এর আগেও হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে কর্মরত এক নার্স করোনায় আক্রান্ত হয়েছেন।

বরগুনা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সোহরাব হোসেন জানান,এক নার্সের করোনা শনাক্ত হওয়ার পরে তার সংস্পর্শে আসা প্রত্যেকের নমুনা পাঠানো হয়। এরপর শনিবার সকালে আইইডিসিআর থেকে জানানো হয় এক নারী চিকিৎসকের করোনা পজিটিভ। আক্রান্ত ওই চিকিৎসককে আইসোলেশনে রাখা হয়েছে এবং সর্বোচ্চ সতর্কতায় রয়েছে স্বাস্থ্য বিভাগ।

এদিকে আক্রান্ত ৪২ জনের মধ্যে দুইজন মারা গেছেন আগেই। আর ২৬ জন সম্পূর্ণ সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

এদিকে শুক্রবার দুপুরে বরিশাল শেরেবাংলা হাসপাতালের করোনা ইউনিটে করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন বরগুনার বামনা উপজেলার এক মুক্তিযোদ্ধা। তিনি মারা যাওয়ার পর তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠিয়েছে স্বাস্থ্য বিভাগ।

জনপ্রিয়