সুনামগঞ্জ প্রতিনিধি।।
টানা দুইবারের বন্যায় ক্ষতিগ্রস্থ সুনামগঞ্জ পৌরসভার সোমপাড়া, রায়পাড়া,মোক্তারপাড়া,মধ্যবাজার ও মধ্য আরফিন নগরের ৮ শতাধিক পরিবারের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবিক সহায়তা ও ভিজিএফ কর্মসূচির আওতায় ১০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে।
শনিবার (১৮ জুলাই) দিনব্যাপী ঐ সমস্ত এলাকায় এলাকার বন্যার্ত,অসহায় ও কর্মহীন মানুষজনের মধ্যে চাল বিতরণ করেন সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত।
এ সময় উপস্থিত ছিলেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা ও ট্যাগ অফিসার বাদল চন্দ্র বর্মণ, ট্যাগ অফিসার মোঃ কুতুব উদ্দিন,পৌরসভার প্যানেল মেয়র হোসেন আহমদ রাসেল, পৌর আওয়ামীলীগের দপ্তর সম্পাদক লিটন সরকার,৪নং ওয়ার্ডের কাউন্সিলর চঞ্চল কুমার লৌহ,কাউন্সিলর মোঃ আবাবিল নুর, সংরক্ষিত নারী কাউন্সিলর শেলী চৌহান(ময়না)সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত বলেন, শেখ হাসিনার দক্ষ ও বিচক্ষন নেতৃত্বের কারণে দেশে যতবার প্রাকৃতিক দূর্যোগ এসেছে তিনি দেশের জনগনকে সাথে নিয়ে অত্যন্তদক্ষতার সাথে মোকাবেলা করতে পেরেছেন। এখন যে বন্যা হয়েছে সুনামগঞ্জে এই বন্যা মোকাবেলায় প্রধানমন্ত্রীর নির্দেশে জেলা ও উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় প্রতিটি বন্যার্ত মানুষজনকে সময়মতো আশ্রয় কেন্দ্রে নিয়ে তাদের খাদ্য সহায়তা অব্যাহত রাখা হয়েছে। যত প্রতিকূলতাই আসুক না কেন শেখ হাসিনার নেতৃত্বে তার একজন কর্মী হিসেবে জনসাধারনের পাশে ছিলেন দাবী করে আগামীতে খাদ্য সহায়তা দিয়ে পাশে থাকার অঙ্গীকার পূণব্যক্ত করেন মেয়র নাদের বখত।