শুক্রবার, ৯ মে, ২০২৫
Menu
Menu

দুইদিনে বিএনপির ৮১৮ নেতাকর্মী কারাগারে

Facebook
Twitter

অনলাইন ডেস্ক।।
ঢাকায় বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে দুইদিনে ৮১৮ নেতাকর্মীকে কারাগারে পাঠানো হয়েছে। নাশকতা, বিস্ফোরক ও মারামারির অভিযোগে করা পুরোনা মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়েছে। আদালত সূত্রে এসব তথ্য জানা গেছে।

শুক্রবার (২৮ জুলাই) ৩৪৫ নেতাকর্মীকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ঢাকার মহানগর ও জেলার বিভিন্ন থানা থেকে গ্রেফতার এসব নেতাকর্মীকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ও চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে বৃহস্পতিবার (২৭ জুলাই) বিএনপির ৪৭৩ নেতাকর্মীকে কারাগারে পাঠানো হয়। এ নিয়ে দুইদিনে ৮১৮ জনকে কারাগারে পাঠানো হলো।

শুক্রবার ঢাকার মহানগর এলাকার ৩৫টি থানায় পুরোনো বিভিন্ন মামলায় গ্রেফতার দেখিয়ে ২৭৯ জন এবং চারটি থানা থেকে সন্দেহজনক হিসেবে ফৌজদারি কার্যবিধির ১৫১ ও ১৫৪ ধারায় ৬১ জনকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর আবেদন করে পুলিশ। এছাড়া ঢাকা জেলার তিনটি থানা থেকে মোট ৫ আসামিকে আদালতে হাজির করা হয়।

এদিন নেতাকর্মীদের পক্ষে বিএনপিপন্থি আইনজীবীরা জামিন আবেদন করেন। শুনানি শেষে আদালত তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

আদালত সূত্রে জানা যায়, আসামিদের মধ্যে পুরোনো বিভিন্ন রাজনৈতিক মামলায় রাজধানীর রমনায় একজন, শাহবাগে ১৩ জন, ধানমন্ডিতে ৩ জন, হাজারীবাগে ৪ জন, যাত্রাবাড়ীতে ৫ জন, ডেমরায় ৯ জন, শ্যামপুরে ২৪ জন, কদমতলীতে ১৪ জন, পল্টনে ৩ জন, সবুজবাগে ৪ জন, তেজগাঁওয়ে ২ জন, হাতিরঝিলে ১৪ জন, তেজগাঁও শিল্পাঞ্চলে একজন, পল্লবীতে ১৮ জন, কাফরুলে ৫ জন, মোহাম্মদপুরে ১০ জন, আদাবরে ২ জন, গুলশানে ৪ জন, বনানীতে ৪০ জন, ভাটারায় একজন, বিমানবন্দরে ২ জন, উত্তরখানে একজন, উত্তরা পূর্ব ৭ জন, উত্তরা পশ্চিমে ৭ জন, তুরাগে ৭ জন, কোতয়ালীতে ২ জন, বংশালে ৭ জন, লালবাগে ২ জন, কামরাঙ্গীরচরে ১০ জন, কলাবাগানে ৪ জন, দারুস সালামে ৩২ জন, খিলগাঁও একজন, সূত্রাপুরে ৩ জন, গেন্ডারিয়ায় একজন এবং ওয়ারী থানায় ১৫ জনকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে।

অপরদিকে ফৌজদারি কার্যবিধির ১৫১ ও ১৫৪ ধারায় সন্দেহজন হিসেবে ৬১ জনকে আদালতে পাঠানো হয়। যার মধ্যে রাজধানীর তেজগাঁও থেকে ১৩ জন, বংশালে ২২ জন, কোতোয়ালিতে ১৯ জন ও রমনা থেকে ৭ জনকে গ্রেফতার করা হয়।পরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

তবে রাজধানীর মতিঝিলে, শাহজাহানপুর, রামপুরায়, রূপনগর, ভাসানটেক, বাড্ডা, মিরপুর মডেল, শেরে বাংলা নগর, দক্ষিণখান, চকবাজারে, নিউমার্কেট, ক্যান্টনমেন্টে, খিলক্ষেতে, শাহ আলী ও মুগদা থানায় বিএনপির কোনো নেতাকর্মী গ্রেফতার হয়নি।

ঢাকা মহানগর এলাকার বাইরে ঢাকা জেলার ৩ টি থানা থেকে মোট ৫ জনকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়। যার মধ্যে দক্ষিণ কেরানীগঞ্জে ২ জন, সাভার ২ জন, আশুলিয়ায় একজন। তাদের সবাইকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। সূএ-জাগো নিউজ।

জনপ্রিয়