শুক্রবার, ৯ মে, ২০২৫
Menu
Menu

গৌরনদীতে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১০

Facebook
Twitter

গৌরনদী প্রতিনিধি (বরিশাল)॥
গৌরনদীতে দুটি যাত্রীবাহী বাস মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই দেলোয়ারা বেগম (৪৫) নামে এক সৌদি প্রবাসী নারী নিহত ও ১০ জন যাত্রী গুরুতর আহত হয়েছে। বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদী উপজেলার বার্থী বাসস্ট্যান্ডে শুক্রবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত দেলোয়ারা বেগম বরিশাল বিমান বন্দর থানার চুলচর বালিয়াখালি গ্রামের নুর আলমের স্ত্রী।

গৌরনদী হাইওয়ে থানার উপ-পরিদর্শক তমাল সরকার জানান, দুপুর ১২ টার দিকে বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্য ছেড়ে আসা গুনগুন পরিবহন ও বিপরীত দিক থেকে আসা যাতায়াত পরিবহন বার্থী বাসষ্ট্যান্ডে মুখোমুখি সংঘর্ষ হয়।

এ সময় মহাসড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে গৌরনদী ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার বিপুল হোসেন নেতৃত্বে একটি টিম ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনা কবলিত যানবাহন অপসারন করে যান চলাচল স্বাভাবিক করেন। গুরুতর আহতদের গৌরনদী ও বরিশাল হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনা কবলিত বাস দুটি জব্দ করা হয়েছে।

জনপ্রিয়