শুক্রবার, ৯ মে, ২০২৫
Menu
Menu

পশ্চিমের আধিপত্য রুখতে চায় ব্রিকস

Facebook
Twitter

আন্তর্জাতিক ডেস্ক।।
ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকা– এই পাঁচ দেশের জোট ব্রিকসের পররাষ্ট্রমন্ত্রীরা দক্ষিণ আফ্রিকায় বৈঠক করছেন। জোটটি মূলত পশ্চিমের দেশগুলোর ক্রমবর্ধমান ভূ-রাজনৈতিক আধিপত্যের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর চেষ্টা চালাচ্ছে।

বৃহস্পতিবার (০১ জুন) এমনটাই জানা গেছে। আগামী ২২ আগস্ট জোহানেসবার্গে এই জোটের মূল সম্মেলন আয়োজিত হবে। সে সম্মেলনের আগাম প্রস্তুতি হিসেবে সদস্য রাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীরা কেপটাউনে বৈঠক করছেন।

ব্রিকস সম্মেলনে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের যোগ দিতে পারার সম্ভাবনায় বিতর্কের সূত্রপাত হয়েছে। তাঁর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। বৈঠকের আলোচনা সূচি প্রকাশ করা হয়নি।

তবে বিশ্লেষকরা মনে করছেন, বর্তমান সদস্যদের মধ্যে সম্পর্কের উন্নয়ন ও জোট সম্প্রসারণের মতো বিষয়গুলো নিয়ে আলোচনা হতে পারে। শুরু থেকে খুব একটা সক্রিয় না থাকলেও সম্প্রতি ব্রিকস সদস্য দেশগুলোর মধ্যে সম্পর্ক জোরদারে বেশ কিছু উদ্যোগ নিয়েছে। খবর রয়টার্সের।

জনপ্রিয়