ভান্ডারিয়া প্রতিনিধি।।
পিরোজপুরের ভান্ডারিয়া পৌরসভা গঠনের ৮ বছর পওে পৌরসভা নির্বাচনী তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার (৩১মে) দুপুরে নির্বাচন কমিশনের উপ-সচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তফসিল ঘোষণা করা হয়। একই সাথে জেলার মঠবাড়িয়া পৌরসভাসহ দেশের ৮টি পৌরসভার নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়। ঘোষিত তফসিল অনুযায়ী রির্টানিং অফিসারের কাছে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ১৮ জুন। মনোনয়নপত্র বাছাই ১৯ জুন, প্রত্যাহারের শেষ সময় ২৫ জুন। ভোটগ্রহন অনিষ্ঠিত হবে ১৭ জুলাই। ঘোষিত তফসিলের ৮ পৌরসভার মধ্যে পিরোজপুরের ভান্ডারিয়া, মঠবাড়িয়া, চাঁদপুরের মতলব উত্তর, কুমিল্লার দেবিদ্বার,যশোরের শার্শা, চট্রগ্রামের চন্দনাইশ, শরীয়তপুরের গোসাইরহাট ও সিরাজগঞ্জের তাড়াশ পৌরসভায় একই দিনে ভোট অনুষ্ঠিত হবে। বর্তমানে ভান্ডারিয়া উপজেলা নির্বাহী অফিসার সিমা রানী ধর ভান্ডারিয়া পৌরসভার প্রশাসক হিসেবে দায়িত্বে রয়েছেন।
উল্লেখ্য; ভান্ডারিয়া ৬ নং সদর ইউনিয়ন বিলপ্ত করে ২০১৫ সালের ২২ সেপ্টেম্বর স্থানীয় সরকার ,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এর স্থানীয় সরকার বিভাগ এস,আর, ও নং ২৯৩-আইন/২০১৫। স্থানীয় সরকার (পৌরসভা) আইন ,২০০৯ (২০০৯ সনের ৫৮ নং আইন) এর ধারা ৪ এর উপ-ধারা (২) এ প্রদত্ত ক্ষমতাবলে সরকার পিরোজপুর জেলার ভা-ারিয়া সদরকে পৌরসভা হিসেবে ঘোষণা করেন।