শনিবার, ১০ মে, ২০২৫
Menu
Menu

সাংবাদিক মাসুদ রানার মৃত্যুতে রূপালী বার্তা পরিবারের শোক প্রকাশ

Facebook
Twitter

গণমাধ্যম ডেস্ক।।
সাংবাদিক মাসুদ রানার মৃত্যুতে শোক প্রকাশ করেছে রূপালী বার্তা পরিবার। মঙ্গলবার (১৭ জানুয়ারী) তার মর্মান্তিক মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে শোক প্রকাশ করেন রূপালী বার্তার প্রকাশক ডাঃ কাজী তৌকিয়া রহমান (রূপা), সম্পাদক মোঃ জিয়াউল আহসান খান (সিপু), নির্বাহী সম্পাদক: মোঃ সাইফউদ্দিন মিলন, ব্যবস্থাপনা সম্পাদক: তরিকুল ইসলাম ও বার্তা সম্পাদক জাকিরুল আহসান।

একই সঙ্গে রূপালী বার্তা পরিবারের পক্ষ থেকে সাংবাদিক মাসুদ রানার আত্নার মাগফেরাত কামনা এবং তার পরিবারের জন্য গভীর সমবেদনা জানানো হয়।

ভোর ৪টায় জাজিরা উপজেলার নাওডোবা এলাকায় শরীয়তপুরের জাজিরায় ট্রাকের সঙ্গে অ্যাম্বুলেন্সের সংঘর্ষে সাংবাদিক মাসুদ রানাসহ আরও পাঁচজন নিহত হন।

তার গ্ৰামের বাড়ি জেলার আগৈলঝাড়া উপজেলার রাজিহার ইউনিয়নে। এছাড়া মাসুদ রানা ও মালা রাখাইন বরিশাল নগরীর ব্রাউন কম্পাউন্ড রোড এলাকায় একটি বাসায় ভাড়া থাকতো।

সাংবাদিক মাসুদ রানা দৈনিক নবচেতনা পত্রিকার বরিশাল ব্যুরোর দায়িত্বে ছিলেন। পাশাপাশি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে জড়িত ছিলেন। মাসুদ রানার মৃত্যুতে বরিশাল সাংবাদিক অঙ্গনে বইছে শোকের মাতম।

 

জনপ্রিয়